![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Aug/22/1661157296223.jpg&path=/uploads/news/2022/Sep/23/1663896065667.jpg&width=600&height=315&top=271)
আট বিভাগীয় শহরে ফাইভ-জি ট্রায়াল শুরু গ্রামীণফোনের
বার্তা২৪
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:২১
ঢাকা ও চট্টগ্রামে গত ২৬ জুলাই সফলভাবে ফাইভজি ট্রায়াল পরিচালনা করে গ্রামীণফোন। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দেশের আটটি বিভাগীয় শহরে গ্রাহকদের ফাইভজি ট্রায়াল শুরু করেছে।
এ উদ্দেশ্যে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জিপি হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি এবং মিডিয়া স্টেকহোল্ডাররা গ্রামীণফোনের ইনোভেশন ল্যাবে ফাইভজি সেবা ব্যবহারের অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পান। তারা এআর ভিডিও, ভিআর গেমিং, রোবটিক আর্মস, এআর সেলফি ও ক্লাউড গেমিংসহ প্রযুক্তিগত নানা অভিজ্ঞতা লাভ করেন।