কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পণ্যের দাম বেঁধে দেয়ার উদ্যোগ সময়োচিত তবে তা যেন সবার ক্রয়ক্ষমতার মধ্যে থাকে

বণিক বার্তা মো. আবদুল লতিফ মন্ডল প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫০

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে নয়টি নিত্যপণ্যের দাম সাতদিনের মধ্যে ঠিক করে দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ১৬ সেপ্টেম্বর জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী আরো বলেছেন, সাতদিনের মধ্যে দাম নির্ধারণ করে কার্যকরসহ অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে সব ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা টানানো বাধ্যতামূলক করা হবে।


এছাড়া কারসাজি করে দাম বাড়ালে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন বাণিজ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট বাণিজ্য সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতির উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নয়টি নিত্যপণ্য যথা—চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, এমএস রড ও সিমেন্টের দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) পক্ষ থেকে নয়টি পণ্যের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে দেখানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে এক বছরে গমের দাম বেড়েছে ৮ শতাংশ। অথচ দেশের বাজারে খোলা আটা ও ময়দা ৬৭ শতাংশ, প্যাকেট আটা ৬৪ এবং প্যাকেট ময়দা ৫৯ শতাংশ বেড়েছে। এছাড়া দেশের বাজারে চিনির দাম এক বছরে বেড়েছে ১৫ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও