ভারত ভাগের পৌনে এক শতাব্দী বিভক্ত ভারত
পাকিস্তান ডমিনিয়ন উদ্বোধন করতে ১৪ আগস্ট ১৯৪৭ লর্ড মাউন্টব্যাটেন করাচি গেলেন। তিনি পরদিন ফিরে এলেন এবং ১৫ আগস্ট মধ্যরাতেরাত বারোটায় ভারত ডমিনিয়নের জন্ম হলো।
দেশ মুক্ত হয়েছে। কিন্তু স্বাধীনতা ও বিজয়ের আনন্দ অনুধাবন করার আগেই জনগণ জেগে উঠে দেখল স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে বিশাল এক ট্র্যাজেডি। আমরাও বুঝতে পারলাম স্বাধীনতার ফল উপভোগ করে একটু আয়েশ করতে হলে আমাদের একটি দীর্ঘ ও কঠিন সফরের মুখোমুখি হতে হবে।
কংগ্রেস ও মুসলিম লীগ উভয়েই ভারত ভাগ কবুল করে নিয়েছে। যেহেতু কংগ্রেস সমগ্র ভারতের প্রতিনিধিত্ব করে এবং মুসলিম লীগের প্রতি মুসলমানদের বৃহৎ অংশের সমর্থন রয়েছে, স্বাভাবিকভাবে এ বিভাবজন মানে সমস্ত দেশ তা মেনে নিয়েছে।