লাইন ভেঙে রানির কফিনের কাছে চলে যাওয়া তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৫

যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্ধারিত লাইন ভেঙে মরদেহবাহী কফিনের কাছে চলে যাওয়ায় এক তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২৮ বছর বয়সী ওই তরুণের বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির


আটক তরুণের নাম মুহাম্মদ খান। তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার বাসিন্দা। রানির প্রতি শ্রদ্ধা নিবেদনের লাইন ভেঙে সামনে চলে যাওয়ার দায়ে আটক হওয়া দ্বিতীয় ব্যক্তি তিনি। গত শুক্রবার তাঁকে আটক করা হয়।


লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, মুহাম্মদ খানের বিরুদ্ধে পাবলিক অর্ডার অ্যাক্টের আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। আগামীকাল সোমবার মুহাম্মদ খানকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।


সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওয়েস্টমিনস্টার হলে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহবাহী কফিন রাখা আছে। সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। গত শুক্রবার যুক্তরাজ্যের সময় রাত ১০টার দিকে মুহাম্মদ খান লাইন ভেঙে রানির কফিনের কাছে চলে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও