চুল পড়া থেকে খুশকির সমস্যা, যে কোনও সঙ্কটে সহায় হতে পারে ভেষজের রাজা ভৃঙ্গরাজ!

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১

ঘন কালো চুল পাওয়ার আশা প্রায় সকলেরই থাকে। তাই বন্ধু, আত্মীয়, পাশের বাড়ির কাকিমা, যে যা বলেছেন, সবই এক বার করে চুলে মেখে ফেলেছেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। চিন্তা নেই, আয়ুর্বেদেই লুকিয়ে রয়েছে সমস্যার সমাধান। কেশ পরিচর্যায় প্রাচীন কাল থেকেই ব্যবহার করা হয় ভৃঙ্গরাজ। আয়রন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম-সহ আরও বিভিন্ন উপাদানে সমৃদ্ধ ভৃঙ্গরাজকে তাই ‘ভেষজের রাজা’ বলা হয়। মাথার ত্বকে শুষ্কতা, অকালপক্বতা খুশকি দূর করতে ভৃঙ্গরাজ অব্যর্থ।


নতুন চুল গজাতে


মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে ভৃঙ্গরাজের তেল। যা নতুন চুল জন্মানোর পরিপন্থী। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে, চুলের ফলিকলগুলিও উদ্দীপ্ত হয়। সপ্তাহে দু’দিন মাথার তালুতে মালিশ করুন ভৃঙ্গরাজ তেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও