মেনোপজের পর ত্বকের যত্ন
নারীদের মেনোপজের পর ত্বকে নানা ধরনের পরিবর্তন আসতে থাকে। এ পরিবর্তনগুলোর বেশির ভাগই হয় হরমোনজনিত পরিবর্তনের কারণে। মেনোপজের পর মেয়েলি হরমোন ইস্ট্রোজেনের নিঃসরণ কমে যায়। এর প্রভাব পড়ে ত্বকের ওপর। এ সময় ত্বকের নানা রকমের সমস্যা দেখা দিতে থাকে। তা নিয়ে অবহেলা না করে সতর্ক ও চিকিৎসা নেওয়া জরুরি। যেসব সমস্যা হয় তা হলো
মেছতা
মেনোপজের পর মুখে কালো ছোপ বা মেছতার প্রকোপ বেড়ে যেতে পারে। অনেক সময় গালের দুপাশ ছাড়াও হাত, গলায় কালো ছোপ পড়ে। যারা সূর্যের আলোয় বেশি যান, তাদের এটা বেশি হয়। এ সমস্যা থেকে বাঁচতে সূর্যের আলোয় বের হলে ছাতা ও সানগ্লাস ব্যবহার করবেন। ভালো মানের একটা সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন। সমস্যা বেশি মনে হলে একজন চর্ম রোগ বিশেষজ্ঞের পরামর্শও নিতে পারেন।
শুষ্ক ত্বক
মেনোপজের পর ত্বক অনেক শুষ্ক আর রুক্ষ হয়ে যেতে পারে। মুখ পরিষ্কার করার জন্য ময়েশ্চারযুক্ত সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন। গোসল করার পর পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন-সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। পা ফাটা, ঠোঁট ফাটার মতো সমস্যাও এ সময় বেড়ে যায়। তাই প্রচুর পানি পান করতে হবে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- মেনোপজ
- পেরিমেনোপজ