বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি কতটা যৌক্তিক?
আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্ররাজনীতি না বলে বরং বলা যায়, আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয়ের হল দখল থেকে শুরু করে হেন কোনো কাজ নেই যা তারা করে না। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেখলে রাজনীতির সংজ্ঞা ভুলে যায়।
ছাত্রদের অধিকার বাদ দিয়ে তারা এখন রাজনৈতিক এজেন্ডা পূরণে ব্যস্ত। যেন এইটাই তাদের আসল কাজ। রাজনৈতিক এজেন্ডা পূরণ করার জন্য যেন তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। পড়াশোনা করে মানুষ হতে হবে এইটা যেন তারা ভুলে যায়।