![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/10/23/d4d4dee251425eabf6bf171ec8f0533d-617362de9bc27.jpg)
কোটিপতির উদ্বেগজনক সংখ্যা বৃদ্ধি
আর্থিক সংকটে ভুগছে বাংলাদেশ। ভুগছে গোটা বিশ্ব। কিন্তু এর মধ্যেও দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা। অন্তত বাংলাদেশ ব্যাংকের হিসাব তা-ই বলছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, কোটি টাকার বেশি জমা আছে—এমন অ্যাকাউন্টের সংখ্যা এক বছরে বৃদ্ধি পেয়েছে ৮ হাজার ৫৩৯টি। এর মধ্যে শেষ তিন মাসে এই সংখ্যা বেড়েছে ৪ হাজার ৮৬০টি। চলতি বছরের মার্চের শেষে কোটি টাকা আমানতের অ্যাকাউন্ট ছিল ১ লাখ ৩ হাজার। জুনের শেষে যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজারে।
কোটিপতি হওয়া, কোটিপতির সংখ্যাবৃদ্ধি কোনো খারাপ কিছু নয়। কোনো দেশে যদি ক্রমাগত কোটিপতির সংখ্যা বাড়তে থাকে, সেটা তো বরং খুব ভালো কথা। মানুষ বড়লোক হওয়ার জন্যই না এত কিছু করে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের দেশে কোটিপতি হচ্ছে একটা মুষ্টিমেয় সুবিধাবাদী গোষ্ঠী। তাঁরা সৎপথে থেকে, পরিশ্রম করে, নিয়মিত কর পরিশোধের মাধ্যমে কোটিপতি হচ্ছেন না। বেশির ভাগ ক্ষেত্রেই কোটিপতি হচ্ছেন দুনম্বরি করে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে, সরকারি বিধিব্যবস্থা লঙ্ঘন করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে।
- ট্যাগ:
- মতামত
- কোটিপতি
- কোটিপতির সংখ্যা