সালাম মুর্শেদীর স্থলাভিষিক্ত হলেন সালাউদ্দিন
বিগত ১৪ বছর ধরে লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ব্যবসায়িক ও রাজনৈতিক ব্যস্ততার জন্য এই পদ ছেড়ে দিয়েছেন তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই। গতকালের নির্বাহী সভায় সেটির অনুমোদন হয়েছে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লিগ কমিটির দায়িত্ব নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তবে শিগগিরই এক সাংবাদিক সম্মেলন করে লিগের পরিকল্পনা জানাবেন বলে জানিয়েছেন তিনি।
লিগ কমিটির কাঠামোতে পরিবর্তন আনবেন সালাউদ্দিন। তার প্রাথমিক পরিকল্পনা লিগ কমিটির দু’টি স্তর করার। একটি থাকবে প্ল্যানিং কমিটি যেখানে তিনি সহ মোট পাঁচ জন সদস্য। ফেডারেশনের চার সহ-সভাপতি থাকবেন সেখানে। আরেকটি থাকবেন বাস্তবায়ন কমিটি যেখানে লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধির সঙ্গে প্ল্যানিং কমিটির দু’জন আর একজন বাইরের সদস্য থাকবেন।