পুজোর ৪ দিন শুধুই মেকআপ করলে হবে না, পাশাপাশি এভাবে ত্বকের যত্ন না নিলেই কিন্তু বড় ক্ষতি!

eisamay.com প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৬

পুজোর সময় কম বেশি মেকআপ আমরা সবাই করব। মেকআপ করে সেজেগুজে না বেরোলে আমাদের মন ভালোই থাকবে না। তাই না? পুজোয় নতুন নতুন জামাও যেমন পরতে হবে আর সুন্দর মেকআপ করে সাজতেও হবে। কিন্তু মেকআপ করে ত্বকের দাগছোপ আপনি ঢেকে দিতে পারেন ঠিকই।


অতিরিক্ত মেকআপে ক্ষতি কিছু কম হবে না। তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তবে তার জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। সামান্য যত্নেই আপনার ত্বক ভালো থাকতে পারে। পুজোর চারদিন প্রচুর মেকআপ করলে ত্বকের যত্নও নিতে হবে। এখন জেনে নিন, কীভাবে নিতে হবে ত্বকের যত্ন।



আসলে মেকআপ করার সময় আপনি ঠিক যতটা সময় দিচ্ছেন, মেকআপ তোলার সময়েও বিষয়টা মন দিয়েই করতে হবে। তাহলে ত্বক ভালো থাকবে আপনার।
মেকআপ কি সরাসরি ত্বকে লাগিয়ে নিলেই হবে?


পুজোর সময় সকাল ও রাত দুবেলাই নানারকম প্ল্যানিং থাকে আমাদের। কখনও সকালে কোনও কাজ নিয়ে আমরা বেরিয়ে যাই। আবার সন্ধ্যা হতে না হতেই অন্যান্য প্ল্যানিং থাকে। তার মানে এই নয় যে, মেকআপ প্রোডাক্ট সরাসরি ত্বকে বা মুখে লাগিয়ে নেবেন আপনি। এটা করবেন না। তাহলেই ক্ষতি আপনার। মেকআপ শুরু করার আগে সব সময় মুখকে প্রস্তুত করে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও