সুমন গাইবেন বাংলাদেশে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫১

২৩ এপ্রিল ১৯৯২। বাংলা গানের গতিপথ বদলের তারিখ। ওই দিন প্রকাশ পায় কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’। পেটকাটি চাঁদিয়াল, কখনো সময় আসে, হাল ছেড়ো না বন্ধু, চেনা দুঃখ চেনা সুখ, মন খারাপ করা বিকেল, তোমাকে চাইসহ ১২টি গান ছিল ওই অ্যালবামে। এত বছর পরেও গানগুলো সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। এ বছর তোমাকে চাই অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর কলকাতার কলামন্দিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গাইবেন সুমন।


বাংলাদেশেও কবীর সুমনের গানের ভক্তের সংখ্যা কম নয়। গতকাল সকালে সেই ভক্তদের জন্য উড়ে এল সুসংবাদ। ৩০ বছর পূর্তির এই উপলক্ষ ছুঁয়ে যাবে বাংলাদেশের শ্রোতাদেরও। জানা গেছে, দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশে গান শোনাতে আসবেন সুমন। একটি-দুটি নয়, তিনটি অনুষ্ঠানে গাইবেন তিনি। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে হবে এই অনুষ্ঠান। আগামী ১৫, ১৮ ও ২১ অক্টোবর পৃথক তিনটি অনুষ্ঠানে গান শোনাবেন গানওয়ালা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও