দুই স্বাদে খিচুড়ি
মেঘ কালো আর ইলশেগুঁড়ির এমন দিন কি খিচুড়ি ছাড়া জমে? মজাদার খিচুড়ি পরিবেশন করতে পারেন মাংস ভুনা, ইলিশ ভাজা অথবা বেগুন ভাজার সঙ্গে। দুই স্বাদের খিচুড়ি রান্নার রেসিপি থাকছে পাঠকদের জন্য।
সবজি খিচুড়ি
২ টেবিল চামচ তেল গরম করে নিন প্যানে। একটি ছোট আলু টুকরা করে দিয়ে দিন তেলে। ১ কাপ ব্রকোলি, ফুলকপি বা পছন্দের যেকোনো সবজি দিন। ভালো করে নেড়েচেড়ে স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলো উঠিয়ে রাখুন। একই প্যানে তেল গরম করে কয়েকটি শুকনা মরিচ, দুটি তেজপাতা, ১ টুকরো দারুচিনি, ৩টি লবঙ্গ, ২টি এলাচ দিয়ে নাড়ুন। ১ টেবিল চামচ জিরা, স্বাদ মতো লবণ ও ১টি টমেটো কুচি দিয়ে দিন। অল্প একটু পানি, ১/৪ চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ আদা বাটা ও আগে থেকে ভিজিয়ে রাখা আধা কাপ মুগ ডাল ও ১ কাপ চাল দিয়ে দিন। ২ মিনিট ভাজুন। ৪ কাপ পানি ও ভেজে রাখা সবজি দিয়ে দিন। লো মিডিয়াম আঁচে ঢেকে রান্না করুন। নামানোর ৫ মিনিট আগে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। একটু পাতলা থাকবে এই খিচুড়ি।
মসলা খিচুড়ি
প্যানে ১ টেবিল চামচ ঘি গরম করে আধা কাপ মুগ ডাল ও ১ কাপ চাল ভেজে নিন দুই থেকে তিন মিনিট। ৪ কাপ পানি দিয়ে দিন। আধা চা চামচ হলুদের গুঁড়া, ১/৪ চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিন প্যান।
- ট্যাগ:
- লাইফ
- খিচুড়ি
- খিচুড়ি রেসিপি
- খিচুড়ি রান্না