প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রাপ্তি-অপ্রাপ্তি
চার দিনের ভারত সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন ৮ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও দুই নেতার মধ্যে একান্তে আলাপ হয়েছে। বৈঠক শেষে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনের সামনে গার্ড অব অনারসহ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।
সফরের শুরুতে ছোট দুটি ‘ঘটনা’ বেশ আলোচনার জন্ম দেয়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকা থেকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাদ পড়েন শেষ মুহূর্তে। গত মাসে ভারত সফরের পর তিনি কিছু বেফাঁস বক্তব্য দেন, যাতে বাংলাদেশ ও ভারত উভয় সরকারই বিব্রত বোধ করে।