‘সহজ কথা যায় না বলা সহজে’
মানুষের অর্থনৈতিক জীবনটা পাঠককে খুব সহজ করে বুঝিয়েছেন আকবর আলি খান। তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি জানতেন, কী বলতে হবে। অযথা কাউকে খুশি করার জন্য তিনি কথা বলেননি। যখন প্রয়োজন মনে করেছেন, তখন সত্যটাই বলেছেন।
অন্য অনেকের মতোই তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার আগে চিনতাম না। কিন্তু সে সময় আরও কয়েকজন উপদেষ্টার সঙ্গে ওই পদ থেকে পদত্যাগ করার আগে থেকেই বোঝা যাচ্ছিল, তিনি অন্য রকম একজন মানুষ। এই যুগে এ রকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। এর পর থেকেই তাঁর লেখালেখির প্রতি আকৃষ্ট হয়েছি। অর্থনীতি নিয়ে লেখা তাঁর বইগুলোর পাশাপাশি রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশের কবিতা নিয়ে লেখা তাঁর বই আগ্রহ নিয়েই পড়েছি। বঙ্গদেশে মুসলমানের আবির্ভাব বিষয়ে তাঁর গবেষণা পড়েছি, তা নিয়ে হওয়া আলোচনাগুলোর দিকেও আগ্রহভরে নজর রাখছি।