নারীর ক্ষমতায়ন হলো, দৃষ্টিভঙ্গি কি বদলালো
পত্রিকার পাতা খুললে মাঝেমধ্যে এমন সব খবরে চোখ পড়ে, যা রীতিমতো ভয়াবহ; নারীর প্রতি বিদ্বেষমূলক। নানা ক্ষেত্রে আমাদের অগ্রগতি সত্ত্বেও নারীর প্রতি মনোভাব এখনও পিছিয়ে পড়া সমাজের কথাই মনে করিয়ে দেয়। নারীকে সহজে হেনস্তা করা যায় এবং পার পাওয়া যায়- এমন ধারণা অপরাধীদের মধ্যে নারীর বিরুদ্ধে অপরাধ সংঘটনে ভূমিকা রাখে। সবশেষ একটি ঘটনা জানা গেল সংবাদমাধ্যম সূত্রে।
ঘটনাস্থল ঢাকার শ্যামলী। এখান থেকেই একটি মেয়েকে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে মালপত্র কেড়ে নেওয়া ছাড়াও শারীরিকভাবে হেনস্তা করা হয়। বড় কোনো দুর্ঘটনার আগেই মেয়েটি রক্ষা পেয়েছে। পুলিশ অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তকে আটক করেছে। এর পরই বেরিয়ে এসেছে এই অপরাধীর আরও এমন অপরাধের তথ্য। জানা গেছে, তার শিকারের প্রধান লক্ষ্য ছিল নারী। অর্থাৎ নারীদের সহজ শিকারে পরিণত করা যায়। কিন্তু এখানে যেটি সবচেয়ে লক্ষণীয়, দিনদুপুরে রাজধানী ঢাকার মতো জায়গায় এমন ঘটনা ঘটে গেল! নারী যে কতটা অরক্ষিত, তা এই ঘটনা থেকে কিছুটা অনুমান করা যায়।