থাই গ্লাসের জানালা পরিষ্কার করবেন যেভাবে, জেনে নিন
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৯
বেশিরভাগ বাড়িতে এখন থাই গ্লাসের জানালা। কয়দিন পরপরই জালানার কাঁচে বেশ ময়লা জমে যায়। আগের মতো আর চকচক করে না। আমরা সবাই জানালা পরিষ্কার করি এটা ঠিক।
তবে জানালা পরিষ্কার করতে হবে সঠিকভাবে। সঠিকভাবে না করলে অল্প সময়েই জানালা অপরিষ্কার হয়ে যাবে। তাই চলুন জেনে নেই জানালার ভিতর এবং বাহির কীভাবে পরিষ্কার করবেন।
প্রস্তুতি:
১. প্রথমেই জানালার পর্দা খুলে ফেলুন। পর্দাগুলো ঝেড়ে নিন। ঝেড়ে না নিয়ে ওই অবস্থায় আবার জানালায় লাগালে পর্দার ময়লা আবার থাই জানালার ওপর পড়বে।
২. দুটি কাপড় নিয়ে নিন। একটা শুকনা আর একটা ভেজা। জনালা থেকে পানি টেনে নেওয়ার জন্য স্কুইজ রাবার ব্লেড নিতে হবে। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়।
৩. সরাসরি ভেজা কাপড় দিয়ে জানালা মুছবেন না। আগে শুকনা কাপড় দিয়ে জানালা মুছে নিন। জানালার ফ্রেমও মুছে নিন। এতে করে জানালায় থাকা আলগা ধুলো চলে যাবে।
- ট্যাগ:
- লাইফ
- পরিষ্কারের কৌশল
- জানালা