আপনারও কি সমস্যার মুখোমুখি হলে হার্টবিট বেড়ে যায়
জিজ্ঞাসা: আমার বয়স ২৪ বছর। সমস্যা হলো, কোনো কিছু ঘটলে, আচমকা কেউ কিছু বললে, অপরিচিত লোক কথা বললে, কোনো সমস্যার মুখোমুখি হলে হার্টবিট বেড়ে যায়। আমি হকচকিয়ে যাই। কোনো কিছুর উপস্থিত সমাধান করতে পারি না। এটির সমাধান জানালে কৃতজ্ঞ হব।
নাম প্রকাশে অনিচ্ছুক, রংপুর
পরামর্শ: বিবরণ পড়ে মনে হচ্ছে, আপনার হার্টবিটের বেজলাইনে কোনো সমস্যা থাকতে পারে। তাই প্রথমেই ইসিজি বা ইকো করে হার্টবিটের বেজলাইন ঠিক আছে কি না, দেখতে হবে। যদি বেজলাইন বেশি হয়, তাহলে বিটা ব্লকারজাতীয় ওষুধ খেলে উপকার পেতে পারেন। আর যদি বেজলাইন স্বাভাবিক থাকে, সে ক্ষেত্রে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে হরমোনাল কোনো জটিলতা, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা আছে কি না। এ রকম সমস্যা না থাকলে অল্প মাত্রায় এনজিওলাইটিক, অর্থাৎ দুশ্চিন্তা উপশমকারী ওষুধ খেয়ে দেখতে পারেন। তাতেও যদি নিরাময় না হয়, তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন।