লন্ড্রির খরচ বাঁচান, বাড়িতেই সেরে ফেলুন ড্রাই ক্লিনিং, রইল পরামর্শ
মানে বালতিতে গুঁড়ো সাবান দিয়ে ঝপাং ঝপাং করে কাচলেই হবে না। ধোয়াধুয়ির ক্ষেত্রে পোশাকের যত্ন নিতে হবে। তাই এমনি কাচা নয়, করতে হবে ড্রাই ক্লিন। তাও ঠিক আছে। কিন্তু সত্যি বলতে কি ড্রাই করাটা বেশ খরচ সাপেক্ষ। বারবার লন্ড্রিতে পোশাক বা শাড়ি ড্রাই ক্লিন করতে দেওয়া মানে সংসারের বাজেটে খানিকটা কাটতি। কিন্তু যদি সেই ড্রাই ক্লিন বাড়িতেই করা যায় তাহলে? তাহলে তো ভালোই হয়। খরচ কমে। আর আমাদের পরামর্শ মেনে ড্রাই ক্লিন করলে পরিশ্রমও কম হবে। সময় বাঁচবে।
কাপড় কাচার সঠিক নিয়ম
পোশাক কাচার আগে তার লেবেলে ঠিক কী লেখা আছে দেখে নিন। শুধু 'ড্রাই ক্লিন' লেখা থাকতে পারে আবার লেখা থাকতে পারে 'ড্রাই ক্লিন ওনলি'। শুধু 'ড্রাই ক্লিন' লেখা থাকলে সেই পোশাক অনায়াসে বাড়িতে হাতে কিংবা মেশিনে কাচা যায়
পোশাকটির অল্প অংশ আগে হাতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দেখুন। যদি কাপড়টির টেক্সচারে কোনও পরিবর্তন না হয়, তা হলে এটি বাড়িতে কাচতে পারবেন।
পোশাক অবশ্যই ঠান্ডা জল এবং মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করে কাচবেন।
উলের পোশাক, সিল্কের শাড়ি বা পোশাক কিংবা একটু ডেলিকেট পোশাক নিজে হাতে মাইল্ড ডিটার্জেন্টে কাচতে পারেন। মেশিনে কাচলে ‘ডেলিকেট ওয়াশ’ অথবা ‘ফেবারিট ক্লোদস ওয়াশ’ মোডে কাচুন।
দামি পোশাক কখনওই সরাসরি সূর্যের আলোয় শুকোতে দেবেন না।
- ট্যাগ:
- লাইফ
- কাপড়ের যত্ন
- কাপড়ের রঙ