দেশের ৪৬ অধস্তন আদালত পরিদর্শনে হাইকোর্টের ১৭ বিচারপতি
অধস্তন আদালতগুলোর বিচারকাজ তথা মামলা নিষ্পত্তিতে গতি বাড়ানোর লক্ষ্যে দেশের ৪৬টি জেলা আদালত পরিদর্শনে যাচ্ছেন হাইকোর্টের ১৭ বিচারপতি। দুই পর্বে ভাগ হয়ে এ সফর করবেন বিচারপতিরা। এরমধ্যে প্রথম পর্বের সফর শুরু হয়েছে সোমবার (৫ সেপ্টেম্বর)। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্বের সফর শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
প্রায় দেড় মাসব্যাপী দুই পর্বের এ সফরে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতও পরিদর্শন করবেন বিচারপতিরা। গত ২৮ আগস্ট সংশ্লিষ্ট আদালতগুলোতে এ সংক্রান্ত অফিস আদেশ পাঠানো হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্র নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র আরও জানায়, অধস্তন আদালত সফরকালে বিচারপতিরা সংশ্লিষ্ট জেলাগুলোতে মামলা দায়ের ও নিষ্পত্তির তথ্য যাচাই, অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি মামলা নিষ্পত্তির গতি বাড়াতে বিচারকদের নানা ধরনের দিকনির্দেশনা দেবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সোমবার বিকেলে জাগো নিউজকে বলেন, এটা নিয়মিত কাজ।