You have reached your daily news limit

Please log in to continue


চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় আজ

চা শ্রমিকদের সঙ্গে আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, দেশের চার জেলা থেকে ওই ভিডিও কলে অংশ নেবেন চা শ্রমিকরা।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা-বাগানের খেলার মাঠ থেকে জেলার ২৪টি চা-বাগানের শ্রমিকরা ওই ভিডিও কলে অংশ নেবেন। অন্যদিকে মৌলভীবাজার থেকে ভিডিও কলে অংশ নেবেন ৯২টি চা-বাগানের শ্রমিকরা।

এ ছাড়া সিলেট এবং চট্টগ্রাম থেকেও ভিডিও কলে যোগ দেবেন শ্রমিকরা। এ আয়োজনকে সামনে রেখে এরই মধ্যে প্যান্ডেল নির্মাণ, অংশগ্রহণকারীর তালিকা এবং নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন