চায়ের দাগ বসে লালচে হয়ে গেছে কাপ?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:০২

চা অথবা কফি খেয়ে সঙ্গে সঙ্গে কাপ ধুয়ে না ফেললে ধীরে ধীরে লালচে দাগ বসে যায় কাপের গায়ে। প্রতিদিন দায়সারাভাবে পরিষ্কার করার কারণেও দাগ জেদি হয়ে বসে যেতে পারে কাপে। কীভাবে পরিষ্কার করবেন এমন মগ কিংবা কাপ? জেনে নিন সেটাই। 


পানিতে বাসন পরিষ্কারের সাবান, লেবুর রস ও ভিনেগার মিশিয়ে ডুবিয়ে রাখুন কাপ। ২ থেকে ৩ ঘণ্টা পর পরিষ্কার করে ফেলুন।
কাপ ভিজিয়ে বেকিং সোডা ছিটিয়ে দিন। কিছুক্ষণ পর বাসন পরিষ্কারের সোপ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিন।
চাল ধোয়া পানিতে কাপ ঘণ্টাখানেক ভিজিয়ে রাখলেও উপকার পাবেন।
পেস্ট লাগিয়ে শক্ত মাজুনি দিয়ে ঘষে নিতে পারেন।
গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে কাপ ডুবিয়ে রাখুন ১ ঘণ্টা। এরপর বাসন পরিষ্কারের সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।
লবণ দিয়ে ভালো করে ঘষলে শক্তিশালী দাগ দূর হবে।  
দুটি লেবু চিপে রস বের করে নিন। সমপরিমাণ পানি মিশিয়ে কাপ ডুবিয়ে রাখুন। ২০ মিনিট পর পরিষ্কার করে ফেলুন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও