You have reached your daily news limit

Please log in to continue


একটা শালিক ও ২০ কোটি টাকার মামলা

পরিচালক শালিকটাকে খাঁচায় বন্দী করেছিলেন, নাকি খাঁচায় বন্দী অবস্থায় দেখিয়েছেন? নিশ্চয়ই জবাব দ্বিতীয়টি। চিত্রনাট্যের স্বার্থে তিনি এটা করেছেন। তার মানে কী এই যে, তিনি বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ লঙ্ঘন করেছেন?

‘হাওয়া’ সিনেমার ট্রেইলার চুম্বকের মতো হলে টানছিল। মুক্তি পাওয়ার পর থেকেই হাউসফুল। সব শ্রেণির দর্শকের উপচে পড়া ভিড়। টিকিট পাওয়া সহজ নয়। চার সপ্তাহ ধরে অর্ধশতাধিক হলে যখন একই জনপ্রিয়তায় একইভাবে ছবিটি প্রদর্শিত হচ্ছিল এবং সবার মুখে মুখে ছবিটি প্রশংসিত হচ্ছিল একটি সুস্থ চলচ্চিত্র হিসেবে, ঠিক তখনই হাওয়া ছবিটি ‘শালিক’ বিতর্কে জড়িয়ে গেল। এই বিতর্ক কেবল কথার মধ্যে আটকে থাকল না, চলে গেল আদালত পর্যন্ত এবং তা বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে। মামলাবাজ হলেন স্বয়ং বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের একজন সচেতন বন্য প্রাণীপ্রেমী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন