![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252Fab4e4ac8-77d1-4e63-8adc-f6fb22a5b98c%252FPatuakhali_DH0583_20220506_IMG20220506152906.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
নৌযানে ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমল
জ্বালানি তেলের দাম কমায় নৌযানের যাত্রীভাড়া কমিয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া ১৫ পয়সা কমানো হয়েছে। তবে সর্বনিম্ন যাত্রীভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর নতুন এ ভাড়া কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একই কারণে গতকাল বুধবার জ্বালানিতে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমানোর কথা জানায় সরকার।
নৌযানের ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা করা হয়েছে। এখন প্রতি কিলোমিটারে এ ভাড়া তিন টাকা।
এ ছাড়া প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।
আর জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩ টাকা কমিয়ে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এত দিন সর্বনিম্ন জনপ্রতি ভাড়া ছিল ৩৩ টাকা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভাড়া
- নৌযান
- কমলো
- নৌপরিবহণ মন্ত্রণালয়