যন্ত্রপাতির অভাবে চিকিৎসা শুরু করতেই বছর পার

বণিক বার্তা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ) প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ০৭:২৫

জিন্নাতুল ইসলামের সাম্প্রতিক সময়ে স্তন ক্যান্সার শনাক্ত হয়েছে। রোগটি যেন ছড়িয়ে না পড়ে, তাই দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সার্জারি করা হয় ষাটোর্ধ্ব এ বৃদ্ধার। তবে রেডিওথেরাপি প্রয়োজন হলে তাকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) রেফার করা হয়। কারণ মমেক হাসপাতালের সেই যন্ত্রটি আট বছর ধরে অকেজো। এদিকে ক্যান্সার চিকিৎসায় সরকারের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনআইসিআরএইচ জিন্নাতুলের রেজিস্ট্রেশনেরই তারিখ নির্ধারণ করেছে আগামী বছরের জুনে। আর রেডিওথেরাপি পেতে কত সময় লাগতে পারে, তা অনুমানই করা যায়। একইভাবে রেডিওথেরাপির আশায় জরায়ু ক্যান্সার আক্রান্ত চল্লিশোর্ধ্ব বোন নাসিমা আক্তারকে নিয়ে রাজধানীর মহাখালীতে মাসখানেক ধরে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন নূরে আলম। দিনের পর দিন ধরনা দিয়েও বোনের থেরাপির তারিখ পাচ্ছেন না। অপেক্ষার প্রহর দীর্ঘ হওয়ায় রোগীদের দেহে শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে মারণব্যাধি।


ক্যান্সারের চিকিৎসায় দেশের সর্বোচ্চ পর্যায়ের সরকারি এ হাসপাতালের মেঝেতে বসে প্রতিদিনই অপেক্ষা করেন শত শত সংকটাপন্ন রোগী। দিন শেষে ফিরে যেতে হয় নিরাশ হয়েই। কেউ আবার পৃথিবী থেকেই বিদায় নেন চিকিৎসা না পেয়ে। কারণ অনুসন্ধানে জানা যায়, এনআইসিআরএইচের তিন-চতুর্থাংশ যন্ত্রপাতিই অকেজো কিংবা নষ্ট। অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতি তো বছরের পর বছর অকেজো হয়ে পড়ে রয়েছে। যেন দেখার কেউ নেই। তাই রোগীদের সঠিক সময়ে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালটির সব স্তরেই যেন কর্তৃপক্ষের সঠিক ব্যবস্থাপনার অভাব স্পষ্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও