সোনার মতো চকচক করবে আপনার মুখ! শুধু বেসনের সঙ্গে এই ৩ উপাদান মিশিয়ে লাগিয়ে নিন!!
ত্বকের যত্ন নেওয়ার জন্য নানা পদ্ধতিই তো মেনে চলেন আপনি। মুখের যত্ন নিতে অনেক দামি দামি ক্রিম ও অন্যান্য প্রোডাক্টও নিশ্চয়ই ব্যবহার করেন। কিন্তু তাতে কি আপনার ত্বকের যত্ন নেওয়া সম্পূর্ণ হয়ে যায়? আসলে আমাদের মুখের যত্ন নেওয়ার জন্য অনেক অনেক টাকা খরচ করার প্রয়োজন নেই। আবার অনেক পরিশ্রম করারও প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটি কাজেই নিজের ত্বকের যত্ন নিতে পারেন আপনি।
যেমন বাড়িতে ব্যবহার করতে পারেন বেসনের ফেসপ্যাক। আর বেসনের ফেসপ্যাক কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। মায়েরাও রূপটানে এই বেসন ব্যবহার করতেন। আমাদেরও ব্যবহার করার পরামর্শ দেন। আর সত্যিই প্রাকৃতিক রূপটান হিসেবে বেসনের কোনও জুড়ি নেই। সত্যিই খুব ভালো এই বেসন।
তবে ভালো ফল পাওয়ার জন্য মিশিয়ে নিতে হবে এই ৩ উপাদান। প্রথমেই জেনে নিন কেন ত্বকের যত্নে বেসন ব্যবহার করতে হবে।
কারা ত্বকের যত্ন বেসন ব্যবহার করতে পারেন?
সব ধরনের ত্বকেই বেসন ব্যবহার করতে পারেন আপনি। আপনার সাধারণ ত্বকেও ব্যবহার করতে পারেন। আবার শুষ্ক ত্বকেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বেসনের সঙ্গে আলাদা উপাদান মেশাতে হবে। তবে যাঁদের ত্বকের ধরন তৈলাক্ত প্রকৃতির, তাঁরা সহজেই এই বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।