মোজা কেনার আগে যা জানতে হবে
ডেইলি স্টার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ০৯:০৯
মোজা পোশাকের মধ্যে কম দৃশ্যমান অংশগুলোর একটি। সঠিক মোজা বাছাই করা না গেলে অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। শুধু তাই নয়, ভুল ধরনের মোজা ব্যবহারে পায়ে ফোসকা পর্যন্ত পড়তে পারে। হতে পারে জুতার ক্ষতি।
এ জন্য পোশাক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভালো মোজা ব্যবহারের পরামর্শ দেন। তবে কোন ধরনের মোজা সঠিক হবে তা নির্ভর করবে পছন্দ ও ব্যবহারের উদ্দেশ্যের ওপর।
মোজার কাপড়
মোজা নির্বাচন করার সময় প্রথমে কাপড় বা ফেব্রিকের প্রতি নজর দিতে হবে। কাপড়ের সুবিধা-অসুবিধাগুলো জানা থাকলে মোজা বাছাইয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।
পূর্ণবয়স্ক মানুষের প্রতিটি পায়ের পাতায় প্রায় সোয়া লাখ করে ঘাম গ্রন্থি থাকে। এ কারণে বদ্ধ অবস্থায় পা অনেক দ্রুত ঘামে। যদি মোজা পায়ের আর্দ্রতা বাইরে ছড়িয়ে দেওয়ার পরিবর্তে নিজেই শুষে নেয় তাহলে পায়ে অস্বস্তি বোধ হবে, দুর্গন্ধও ছড়াবে।
- ট্যাগ:
- লাইফ
- মোজা
- মোজার দুর্গন্ধ