কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বিপিসি ৪৮ হাজার কোটি টাকা লাভের পরও জ্বালানি তেলের দাম বাড়ল কেনো’

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১৭:২৯

সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, '৮ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) লাভ করেছে ৪৮ হাজার কোটি টাকা। তারপরও অকটেন, পেট্রল ও ডিজেলের দাম কেন বাড়ল?'


আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় অর্ধদিবস হরতাল কর্মসূচির পালন শেষে রাজধানীর পুরান পল্টন মোড়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।


রুহিন হোসেন প্রিন্স বলেন, 'জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি দলের নেতারা তখমা হাজির করলো যে, ডিজেলে খরচ কমাতে হবে, বিদ্যুৎ উৎপাদন কমিয়ে লোডশেডিং দিতে হবে।'


সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরও বলেছেন, 'লুটেরাও হাসিনা সরকার ছাড়ছে না। লুটেরাদের কথা হলো প্রজেক্ট দাও, টাকা দাও। তুমি গরিবকে বিদ্যুৎ দিও না। আমার সেক্রেটারিয়েটে এসি চলবে, গাড়ি চলবে, ভাতা কমানো যাবে না। সুশীল বলে পরিচিত খাদ্যমন্ত্রী পানি ফেলার জন্য বিদেশে যাবেন অর্ধশত কোটি টাকা খরচ করে। জালেম সরকার এটাও বন্ধ করবে না।' 


'সরকার ক্ষমতায় আছে সামরিক-বেসামরিক আমলা আর লুটপাটকারী দেশি-বিদেশি গোষ্ঠীকে সঙ্গে নিয়ে তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। কোনোভাবে তাদের গায়ে হাত দিতে দেবে না। এ জন্য এবারও বাজেটে সাড়ে ৬ লাখ কোটি টাকা যারা পাচার করেছে তাদের ঘাড় ধরে টাকা আদায় না করে কম পয়সায় কর দিয়ে টাকা হালালের কথা বলা হলো। বাংলাদেশে ঋণ খেলাপির পরিমাণ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।'


তিনি বলেন, 'মালিকদের একটা ক্লাব আছে, এ ক্লাব হচ্ছে ক্ষমতার রক্ষক। এরজন্য সরকার মালিকের পক্ষে। সরকারি দলের নেতারা নতুন কথা শিখেছে, বিশ্ব বাজারে দাম বেড়েছে আমরা কি করব? তাদের জিজ্ঞাসা করি বিশ্ব বাজারে যা বেতন, বাংলাদেশের মানুষের কি তাই বেতন? চা-শ্রমিকের দৈনিক মজুরি ১২০ টাকা। আমাদের প্রধানমন্ত্রী ৫ টাকা বাড়ানোর কথা বলেছেন। ৫ টাকায় এক কাপ চা হয়?'


তিনি বলেন, 'জিনিসপত্রের দাম বাড়ানোর কারণ একটাই যেকোনভাবে জনগণের পকেট থেকে টাকা নিতে হবে।'


পল্টন থানায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, ছাত্রনেতা লিটন, শাকিল, সুজনসহ আর অনেকেই থানায় আছেন উল্লেখ করে তিনি বলেন, 'গতকাল রাত ১২টায় হরতালের সমর্থনে পল্টন মোড়ে একটি টায়ার পোড়াচ্ছিল। আমাদের কীর্তিমান পুলিশ বাহিনী তাদের শুধু ধরেনি, অত্যাচারও করেছে। আজ বেলা ১২টা বেজে গেল কেন আমরা দীপক শীলকে দেখতে পাচ্ছি না? আমরা দাবি করছি, অনতিবিলম্বে ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং গ্রেপ্তার করার সময় যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।'


'জ্বালানি তেলের দাম বাড়ানো হলো এ কারণে সরকারের কোষাগার খালি হয়ে যাচ্ছে। খালি না হয়ে উপায় নেই। বিদ্যুৎ উৎপাদন নেই, সঞ্চালন লাইন নেই, ১২ বছরে বিদ্যুৎ উৎপাদনে দিয়েছে ৮৬ হাজার কোটি টাকা। রাতের ভোটে নির্বাচিত পার্লামেন্টে এসব কথা হয়। সংসদ বলছে বিপিসির দুর্নীতি হিসাবের বাইরে।' 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও