কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিবদের সঙ্গে যোগ দিচ্ছেন শ্রীরামের পছন্দের ভারতীয় স্পিনার

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১৩:৫৭

লেগ স্পিনার তৈরি না হওয়ার পেছনে স্থানীয় কোচদের ওপরই দায় চাপানো হয় বাংলাদেশে। কারণ ঘরোয়া ক্রিকেটে তাঁরা একাদশে এমন বোলারদের রাখতেই চান না। তাতে দিন দিন একজন মানসম্পন্ন লেগ স্পিনারের জন্য জাতীয় দলের হাহাকারও বেড়েই চলেছে। শিগগির তা ঘুচে যাওয়ার আশাও নেই।


তবু অনুশীলনের জন্য হলেও লেগ স্পিনার দরকার হয় সাকিব আল হাসানদের। আসন্ন এশিয়া কাপের গ্রুপ পর্বের দুই প্রতিপক্ষ যখন আফগানিস্তান ও শ্রীলঙ্কা, তখন রশিদ খান এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাদের সামলানোর প্রস্তুতির কথাও ভাবতে হচ্ছে। সেই ভাবনা থেকেই স্কোয়াডের সদস্য না হয়েও গতকাল দুবাইতে উড়ে গেছেন রিশাদ হোসেন।


এই তরুণ লেগ স্পিনারের ভূমিকা শুধুই নেট বোলারের। ভিসা জটিলতায় এক দিন পরে দলের সঙ্গে যোগ দেওয়া তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়দের সঙ্গী হয়েছেন তিনিও। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস এ বিষয়ে বলছিলেন, ‘যাদের সঙ্গে আমাদের খেলতে হবে, তাদের দলে ভালো লেগ স্পিনার আছে। কাজেই নেটে তাদের খেলার প্রস্তুতি তো নিতে হবে। কিন্তু দুবাইতে এ রকম নেট বোলার পাওয়া মুশকিল বলেই রিশাদকে পাঠানো হয়েছে। ’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও