বৃষ্টিতে ভিজে জুতা-মোজায় দুর্গন্ধ? জেনে নিন ৬টি সহজ উপায়
বাসা থেকে বের হলেন ঝকঝকে নীল আকাশ দেখে। কিন্তু পথেই হুট করে মেঘ বৃষ্টি শুরু। হাঁটতে গিয়ে জুতা মুজা ভিজে একাকার। সেই ভেজা জুতা নিয়েই অফিস। সারাদিন পর কি অবস্থাটা হবে ভেবে দেখুন! দিন শেষে বিকট গন্ধে আর টিকতেই পারবেন না। তবে এই সমস্যায় আছে ঘরোয়া সমাধান।
বেকিং সোডা: ভেজা জুতা ভালো করে শুকিয়ে নিন। এরপর জুতার মধ্যে একটু বেকিং সোডা ছিটিয়ে দিন। একদিন রেখে পরদিন মুছে ফেলুন। গন্ধ চলে যাবে।
ছোট্ট একটি কাপড়ে অল্প পরিমাণ বেকিং সোডা নিয়ে ছোট পুঁটলি বানিয়ে মোজার মধ্যে রেখে দিন। মোজা থেকে দুর্গন্ধ দূর হবে।
ন্যাপথালিন: ন্যাপথালিন গুঁড়া করে নিন। ট্যালকম পাউডারের সঙ্গে ন্যাপথোলিন গুঁড়া মিশিয়ে জুতোর মধ্যে ছড়িয়ে দিন। জুতায় আর গন্ধ হবে না।
লবণ: জুতো দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মধ্যে সামান্য নুন ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় তেলে ভিজিয়ে জুতোর মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।
লবঙ্গ: জুতার মধ্যে কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন।
টি ব্যাগ: ফুটন্ত জলে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠাণ্ডা হলে জুতোর মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর তা সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন। দুর্গন্ধের পাশাপাশি দূর হবে তাতে থাকা ব্যাকটেরিয়াও।
বেবি পাউডার: জুতা পরার আগে পায়ে বেবি পাউডার দিয়ে নিন। দুর্গন্ধ হবে না জুতায়।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- দুর্গন্ধ দূর উপায়
- মোজার দুর্গন্ধ