পাঁচ মাসে বিমানে দুনিয়া সফর, কনিষ্ঠতম হিসাবে রেকর্ড ব্রিটিশ-বেলজিয়ান কিশোরের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ০৯:০৭

আকাশপথে পাঁচ মাসে দুনিয়া ঘুরে এল ব্রিটিশ-বেলজিয়ান কিশোর ম্যাক রাদারফোর্ড। এর ফলে দুনিয়া সফরে সর্বকনিষ্ঠ হিসাবে রেকর্ড গড়ল সে।


৩০টি দেশে ঘুরে ৫৪,১২৪ কিলোমিটার পথ অতিক্রম করে বুলগারিয়ার রাজধানী সোফিয়ায় নেমেছে ১৭ বছর বয়সি ম্যাক।গত ২৩ মার্চে সার্ক অ্যারো মাইক্রোলাইট বিমানে করে ওই একই জায়গা রওনা দেয় ম্যাক। তবে তার এই দুনিয়া সফর মোটেই মসৃণ ছিল না।


প্রতিকূল আবহাওয়ার পাশাপশি তাকে মোকাবিলা করতে হয়েছে নানা আমলাতান্ত্রিক জটিলতারও। ম্যাকের কথায়, ‘‘এক সময় পরিস্থিতি এমন হয়েছিল যে, মনে হচ্ছিল যে সফর শেষ করতে পারব না। তা সত্ত্বেও আমি হাল ছাড়িনি।’’ইতিমধ্যেই দু’টি রেকর্ড ভেঙেছে ম্যাক। তার মধ্যে একটি আবার তার নিজের দিদির করা। ম্যাকের কথায়, ‘‘ যা আশা করেছিলাম তার চেয়ে কিছুটা বেশি সময় লেগেছে। তবে গোটা সফরটাই বেশ উত্তেজনাপূর্ণ ছিল।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও