দিল্লিতে ফের কৃষক বিক্ষোভ

প্রথম আলো ভারত প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১৯:৪৭

পুরোনো দাবি আদায়ে ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকেরা রাজধানী দিল্লির যন্তরমন্তরে আবার বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ সোমবার সকাল থেকে কয়েক হাজার কৃষক দিনভর এ সমাবেশে যোগ দেন। সমাবেশকে ‘মহা পঞ্চায়েত’ অভিহিত করে কৃষকনেতারা বলেছেন, আগামী ৬ সেপ্টেম্বর দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চার (এসকেএম) বৈঠকে তাঁরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।


কৃষকনেতাদের অভিযোগ, তিন কৃষি আইন বাতিল করা হলেও এখন পর্যন্ত সরকার তাঁদের অন্য দাবিগুলো মেনে নেয়নি। যেমন ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনি বৈধতা দেওয়া হয়নি; আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে আনা মামলাগুলো তুলে নেওয়া হয়নি; প্রত্যাহার করা হয়নি বিদ্যুৎ বিলও।


আন্দোলনরত কৃষকেরা পুরোনো এ দাবির পাশাপাশি নতুন দাবি জানিয়ে বলেছেন, লখিমপুর খেরিতে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় দায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত ও গ্রেপ্তার করতে হবে। ওই ঘটনায় জড়িত অভিযোগে অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র এখনো কারাগারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও