খেলনা তৈরি হবে থ্রিডি প্রিন্টারে

প্রথম আলো প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১৪:৪৭

ছেলেবেলায় শখের বসে কাদামাটি বা লেগো দিয়ে ইচ্ছেমতো খেলনা বানিয়েছেন অনেকেই। সময় বদলেছে, প্রযুক্তিও উন্নত হয়েছে। এখন থ্রিডি (ত্রিমাত্রিক) প্রিন্টারেই বিভিন্ন ধরনের খেলনা তৈরি করতে পারবে শিশুরা। শিশুদের জন্য ‘টয়বক্স ডিলাক্স বান্ডেল’ নামের এ থ্রিডি প্রিন্টার তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টয়বক্স।


অ্যাপনিয়ন্ত্রিত এ প্রিন্টারে খেলনা তৈরির জন্য বিভিন্ন রঙের বেশ কিছু উপাদান দেওয়া থাকে। অ্যাপে খেলনার ছবি নির্বাচন করে প্রিন্ট অপশন চাপলেই দ্রুত সেটি তৈরি হয়ে যাবে। অ্যাপটিতে ছবি আঁকার সুযোগ থাকায় শিশুরা চাইলে নিজের নকশা করা খেলনাও প্রিন্ট করতে পারবে।
প্রিন্ট করার উপযোগী বিভিন্ন উপাদানসহ এ প্রিন্টারের দাম ৩৫০ ডলার বা ৩৩ হাজার ৩০০ টাকা (প্রায়)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও