চুলের যত্নে রাতে ব্যবহার করবেন যে ৪ প্যাক

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১৬:২১

ভেঙে যাওয়া রুক্ষ চুলে প্রাণ ফেরাতে কয়েকটি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এগুলো রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ফল পাওয়া যায় দ্রুত। চুলে ভালো করে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে ঘুমাতে যাবেন। পরদিন সকালে উঠে ভেষজ বা মাইল্ড শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলবেন চুল। শেষে অবশ্যই ব্যবহার করবেন কন্ডিশনার। 


নরম ও মসৃণ চুলের জন্য খানিকটা মিষ্টি কুমড়া পেস্ট বানিয়ে মধু মিশিয়ে চুলে লাগান।
২ চা চামচ অলিভ অয়েল ও দুটি ডিমের কুসুমের সঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগান।
নারিকেলের দুধের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করুন মাস্ক হিসেবে। 
নারিকেলের তেলের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও