কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টুইটারের সঙ্গে আইনি লড়াইয়ে তথ্য চেয়েছেন মাস্ক

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১৬:২৪

টুইটারের বিরুদ্ধে আইনি লড়াইর প্রস্তুতি হিসেবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক কয়েকটি প্রযুক্তিভিত্তিক বিজ্ঞাপন নিরীক্ষা সংস্থার কাছ থেকে কিছু তথ্য চেয়েছেন।


গতকাল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের  ডেলাওয়্যারের এক আদালতে এই বিষয়ে মাস্কের আইনজীবীরা প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। মূলত, টুইটারের বট ও স্প্যাম অ্যাকাউন্ট বিষয়ে তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছেন ইলন মাস্ক।


কিছুদিন আগে, খেয়ালী উদ্যোক্তা ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার কেনার আগ্রহ প্রকাশ করেন এবং ৪৪ বিলিয়ন ডলার দাম হাঁকেন।


তবে পরবর্তীতে মাস্ক অভিযোগ করেন, টুইটার তাদের সেবায় বট ও স্প্যাম অ্যাকাউন্টের আনুপাতিক হার সম্পর্কিত তথ্য গোপন করেছে। বারবার টুইটারের কাছে সঠিক তথ্য চেয়েও পাননি, এ কথা বলে মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিক্রয়-চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন। এরপর টুইটার মাস্কের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে মামলা করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও