সীমান্ত থেকে ১৭ সোনার বারসহ পাচারকারী আটক

যুগান্তর যশোর প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১৪:১২

যশোরের শার্শার রুদ্র সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭ পিস সোনার বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।



শুক্রবার বেলা ১১ টায় তাকে আটক করা হয়।


আটক মোনতাজ হোসেনের বাবার নাম দ্বীন মোহাম্মদ, তার বাড়ি উপজেলার পুটখালী গ্রামে। 


২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শুক্রবার সকালে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। এমন তথ্যের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৯৮৫ গ্রাম। মূল্য প্রায় দুই কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও