আগামী দু-এক বছর দুর্ভোগ সইতে হবে

প্রথম আলো ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ১০:০৬

অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ কথা বলেছেন চলমান অর্থনৈতিক সংকটের নানা দিক নিয়ে। বিশ্লেষণ করেছেন কেন এমনটা হলো আর আগামী দিনের করণীয় নিয়ে। সাক্ষাৎকার গ্রহণে শওকত হোসেন


প্রথম আলো: বর্তমান অর্থনৈতিক সংকটকে আপনি কীভাবে দেখছেন?


ওয়াহিদউদ্দিন মাহমুদ: বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে সংকট বলি বা টানাপোড়েনই বলি না কেন, আসলে সমস্যার ধরন ও গভীরতা বোঝা দরকার। সমস্যার উৎপত্তি যে বাহ্যত বিশ্ব অর্থনীতির বিরূপ পরিস্থিতি থেকে, সেটি আমরা সবাই জানি। তবে পূর্ববর্তী এক দশক বা এরও বেশি সময়ের অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতাগুলোও বর্তমান পরিস্থিতির জন্য অনেকটা দায়ী। দৃশ্যমান টানাপোড়েনের মধ্যে আছে—প্রথমত, ডলারের দাম হুহু করে বেড়ে যাচ্ছে, বিশেষত খোলাবাজারে। এর সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ আছে। দ্বিতীয়ত হচ্ছে, মূল্যস্ফীতি। বিশেষ করে খাদ্যপণ্যের বাজারে। এর ওপর আবার বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশেষ করে ডিজেলের মতো বহুল ব্যবহৃত উপকরণের দাম অস্বাভাবিক হারে বাড়ানোর কারণে পুরো অর্থনীতির ওপরে বড় ধরনের প্রভাব পড়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপরে অসহনীয় চাপ পড়েছে। এর সঙ্গে আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। যেমন আর্থিক খাতের সমস্যা, খেলাপি ঋণ বেড়ে যাওয়া, বিদেশের অর্থ পাচার—এগুলো সবই বহুদিনের সমস্যা। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সুদহার নির্ধারণ নিয়েও বিতর্ক আছে। এ ছাড়া চলমান ও প্রস্তাবিত অবকাঠামো তৈরির মেগা প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নের সময়সূচির প্রশ্ন এবং আন্তর্জাতিক সংস্থা, বিশেষত আইএমএফ থেকে ঋণ চাওয়ার প্রেক্ষাপট—এসব কিছু নিয়েও একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব সমস্যা একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। আলাদা আলাদা করে দেখার সুযোগ নেই। এ ধরনের পরিস্থিতিতে নীতি নির্ধারণের ক্ষেত্রে বিকল্পগুলোর কোনোটাই খুব স্বস্তির বা সুখকর কিছু হয় না; বরং কম অপ্রিয় বিকল্পগুলো থেকেই বেছে নিতে হয়, অস্বস্তিটা সেখানেই। এ জন্যই নির্ভরযোগ্য তথ্য–উপাত্ত এবং গভীর বিচার–বিশ্লেষণ খুব জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও