যে কারণে কিছু নারী সঙ্গী হিসেবে বয়স্ক পুরুষ পছন্দ করেন
সময়ের সঙ্গে ক্রমে মানুষের এই উপলব্ধি হচ্ছে যে ভালোবাসা বয়স গুনতে জানে না। আর বর্তমান সময়টাও একটা সম্পর্কের ক্ষেত্রে বয়সের পার্থক্যকে সব সময় বাঁধা হিসেবে দেখে না। জোরজবরদস্তি করে অল্প বয়সী কনের সঙ্গে বয়সী বরের বিয়ের প্রসঙ্গ অবশ্য আলাদা কথা। তবে স্বেচ্ছা সম্পর্কের ক্ষেত্রে এ রকম অনেক উদাহরণ আছে, যেখানে নারীরা জীবনসঙ্গী হিসেবে নিজের চেয়ে বয়সে বেশ কয়েক ক্যালেন্ডার এগিয়ে, এমন পুরুষকে বেছে নেন। কিন্তু কেন? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ভারতের অনলাইন মাধ্যম মিডিয়াম ডটকম।
১.
বেশ কয়েকটি কারণের কথা জানিয়েছে মিডিয়াম ডটকম। এর মধ্যে প্রথমেই রয়েছে অভিজ্ঞতা। বলিউড তারকা শহীদ কাপুর ও স্ত্রী মীরা রাজপুতের বয়সের পার্থক্য ১৩ বছর। মীরাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল শহীদের কোন দিকটি সবচেয়ে সেরা? উত্তরে মীরা বলেছিলেন, ‘ও অভিজ্ঞতায় সেরা। আর সেটিই আমার সংসারের সবচেয়ে বড় শক্তি। ও অনেক পর্যায় পার করে এখানে এসেছে। ফলে সেই শিক্ষাগুলোর জন্য আমাকে সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়ার দরকার নেই। শহীদের সঙ্গে থেকেই আমি পরিণত হই।’
- ট্যাগ:
- লাইফ
- নারী-পুরুষের সম্পর্ক
- বয়স্ক পুরুষ