এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে প্রথমবার ব্ল্যাকপিঙ্ক

প্রথম আলো প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ০৮:১০

ব্ল্যাকপিঙ্কের গানের উন্মাদনায় বুঁদ হয়ে আছে ইউরোপ থেকে এশিয়া, বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন ব্যান্ডের চার শিল্পী—কিম জি সু, জেনি কিম, রোজেনা পার্ক ও লালিসা মনোবাল। ভিন্নধর্মী গায়কী আর নৃত্যের ছন্দে মাত্র ছয় বছরেই তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ব্যান্ডটি। জনপ্রিয়তার নিরিখে বিশ্বে এটিকে নারীদের সবচেয়ে বড় ব্যান্ড হিসেবে বিবেচনা করা হয়।


প্রতিনিয়ত একের পর এক রেকর্ড ভেঙে নিজেদের ছাড়িয়ে যাচ্ছে ব্ল্যাকপিঙ্ক। এর মধ্যেই আরেকটি মাইলফলক অতিক্রম করছে ব্যান্ডটি। যুক্তরাষ্ট্রের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে প্রথমবারের কোনো নারী গানের দল হিসেবে মঞ্চে উঠছে কোরিয়ান ব্যান্ডটি। ব্ল্যাকপিঙ্কের এজেন্সি ওয়াই জি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, সেই মঞ্চে ব্ল্যাকপিঙ্কের পরিবেশনা থাকছে ২৮ আগস্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও