কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশের অর্থনীতি এখনো পিছলে পড়েনি: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ২১:৪৯

মূল্যস্ফীতির চ্যালেঞ্জ থাকলেও দেশের অর্থনীতি এখন পর্যন্ত সঠিক পথে চলছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, ‘দেশের যে পরিস্থিতি, তাতে আমি সংকট না বলে অস্বস্তিতে আছি বলব। এই অস্বস্তিকর পরিবেশের মধ্যেও আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছি।’


দেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। সেমিনারে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।


সেমিনারে প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘অনেকে বলছেন, বেইল আউটের জন্য আমাদের আইএমএফের কাছে যেতে হচ্ছে। আমরা শ্রীলঙ্কা হতে যাচ্ছি। আন্তর্জাতিকভাবেও কেউ কেউ বাংলাদেশকে নানাভাবে সতর্ক করছেন। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, সে জন্য দেশি–বিদেশি যৌথ একটা প্রয়াস চলছে। কিন্তু আমাদের ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশের অর্থনীতি এখনো পিছলে পড়েনি।’


সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও