ডেনিমের রঙ ধরে রাখতে কীভাবে পরিষ্কার করবেন?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১৩:৩২

জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন জিন্স বা ডেনিম।   



  • কখনও গরম পানি দিয়ে পরিষ্কার করবেন না ডেনিম।

  • ডেনিম সব সময়ে উল্টো করে তারপর পরিষ্কার করুন। এতে রঙ ফিকে হবে না।

  • ডেনিম হাতে ধোয়াই ভালো। ওয়াশিং মেশিনে পরিষ্কার করলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি।

  • রঙ ধরে রাখতে বালতির পানিয়ে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে নিন।

  • ডেনিম পরিষ্কার করার সময় সবসময় মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন। ব্লিচিং উপাদান আছে এমন ডিজারজেন্ট ব্যবহার করবেন না।

  • কখনও আছড়ে ধোবেন না ডেনিম।

  • নিংড়ানোও অনুচিত। ধোয়া শেষে উল্টো করে মেলে দিন বারান্দায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও