চিকিৎসা নিতে গিয়ে চোখ হারালেন তরুণী, চিকিৎসকের নামে মামলা

ডেইলি বাংলাদেশ ময়মনসিংহ সদর প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ১৪:৩৪

ভুল চিকিৎসার কারণে রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করা হয়েছে।


বুধবার মামলাটি দায়ের করা হয়। আদালত পরিদর্শক প্রসূন কান্তি দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী তরুণী মাহজাবীন হক মাশা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিনুল হক শামীমের বড় মেয়ে।


মামলাটি করেছেন মাহজাবীনের ছোট ভাই এফবিসিসিআইয়ের পরিচালক মো. সামিউল হক সাফা। আসামি করা হয়েছে ঢাকার সোবহানবাগ এলাকার দীন মোহাম্মদ চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টারের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীপক নাগকে। এজাহারে বলা হয়েছে, মাহজাবীন হক চোখের সমস্যার কারণে গত ৫ জুন দীন মো. চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টারে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীপক নাগের কাছে চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসক লেজার রশ্মির মাধ্যমে সার্জারি করেন। এরপর থেকে চোখে অন্ধকার দেখা শুরু করেন মাশা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও