পুরুষের ত্বকের যত্ন

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ১৬:০৪

অনেকের ধারণা, সৌন্দর্য সচেতনতা, ত্বকের যত্ন ইত্যাদি নেহাতই নারীদের বিষয়! কিন্তু তা ঠিক নয়। সৌন্দর্য বিষয়টি নারী-পুরুষনির্বিশেষে সবার। আর সৌন্দর্য সচেতনতা মানে ফরসা হওয়া বা দামি পোশাক পরা নয়; বরং ত্বক, চুলসহ শরীরের যত্ন নেওয়ার মাধ্যমে নিজেকে পরিপাটিভাবে উপস্থাপন করা। আপনার গায়ের রং বা শারীরিক উচ্চতা যা-ই হোক না কেন, সৌন্দর্য সচেতন হলেই আপনি সুন্দর। তাই পুরুষদেরও সৌন্দর্য সচেতন হওয়া প্রয়োজন।



ঋতু বুঝে পারফিউমের ব্যবহার
কাগজে-কলমে বাংলাদেশ ষড়্ঋতুর দেশ হলেও সময়ের ফেরে এখন সব মিলিয়ে মোট তিনটি ঋতুর দেখা মেলে। গ্রীষ্ম, বর্ষা ও শীত। অনেকেই জানেন না, শীতকালে আপনি যে পারফিউম ব্যবহার করেন তা গ্রীষ্মকালের আবহাওয়ার জন্য উপযুক্ত নয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে শীতকালের পারফিউম ব্যবহার করলে শরীরের ঘামে ও দুর্গন্ধে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তাই পছন্দের পারফিউমটি কেনার আগে ভালো করে দেখে নিন তা গ্রীষ্মকালের জন্য উপযুক্ত কি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও