জ্বালানির দাম: ইউরোপ-আমেরিকার সঙ্গে তুলনা কেন?

প্রথম আলো ড. আমিনুল ইসলাম প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ০৮:৫৫

দেশে জ্বালানি তেলের দাম এক রাতের মধ্যেই ৪০ থেকে ৫০ ভাগ বেড়ে গিয়েছে। এই মূল্যবৃদ্ধির যুক্তি হিসেবে সরকারপক্ষ থেকে বলা হচ্ছে, পুরো পৃথিবীতেই দাম বেড়েছে। আবার অনেকে দেখছি আমেরিকা, কানাডা, জার্মানি, ইংল্যান্ড কিংবা ইউরোপের দেশগুলোর দামের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের তুলনামূলক চিত্র তুলে ধরে মূল্যবৃদ্ধির পক্ষে যুক্তি উপস্থাপন করছেন।


এটি বলার অপেক্ষা রাখে না, পুরো পৃথিবীর অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো অবস্থায় নেই। এই তো দিন দুয়েক আগে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর দেশটির মানুষকে সাবধান হতে বলেছেন এই বলে—‘আগামী দুই বছর ইংল্যান্ডের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে।’ তিনি সেই অর্থে কোনো আশার কথা শোনাতে পারেননি। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ‘কেন এমন হচ্ছে?’ তিনি করোনা পরিস্থিতি এবং এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে এই অবস্থার জন্য দায়ী করেছেন। তিনি এও বলেন, ‘সমস্যাটি শুধু ইংল্যান্ডের নয়; এটি বৈশ্বিক সমস্যা।’ তিনি দেশটির মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণিকে সাবধান করে বলেন, ‘সামনে বিপদ। তাই সতর্ক হয়ে চলতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও