তেজগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নৃত্যশিল্পী দম্পতিসহ আহত ৩
রাজধানীর তেজগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় এক দম্পতিসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআই অফিসের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-ঝর্না আক্তার (২৬), তার স্বামী মো. রিপন (৩২) ও রিকশা চালক মো. হাবিব (২৬)।
আহতদের মধ্যে ঝর্না ও রিপন নৃত্যশিল্পী। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপনের ভাই মো. রুবেল জানান, তেজগাঁও তেজকুনিপাড়া রেলওয়ে কলোনিতে তাদের বাসা। রিপন ও তার স্ত্রী একটি অনুষ্ঠানে রামপুরা গিয়েছিলেন। সেখান থেকে রিকশায় বাসায় ফিরছিলেন। বিএসটিআই অফিসের গেটের সামনে পৌঁছার পর একটি প্রাইভেটকার তাদের রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজন রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে আসে।