টেসলায় আসছে জনপ্রিয় গেমিং সার্ভিস স্টিম

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ১১:৪০

টেসলায় জনপ্রিয় ক্লাউড-ভিত্তিক গেমিং লাইব্রেরি স্টিম যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। স্টিম যোগ করে ইন-কার গেমসের সংগ্রহ প্রসারিত করতে চাইছে টেসলা। অনেকেই হয়ত জানেন না, টেসলা তাদের গাড়িতে গেম-প্লে'র সুবিধা দেয়। আর এখন স্টিম যুক্ত করার মাধ্যমে টেসলা আপনাকে এনে দিতে যাচ্ছে গেমিং পিসির সুবিধা।


এক টুইটের জবাবে ইলন মাস্ক বলেছেন, কোম্পানিটি স্টিম ইন্টিগ্রেশনের দিকে অগ্রগতি করছে। আর ডেমো সম্ভবত আগামী মাসে আসবে। গেমিং প্ল্যাটফর্ম হিসেবে টেসলা গাড়ির পর্যালোচনায় তিনি এই মন্তব্য করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও