বর্ষায় চুলের যত্ন
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৯:০৫
চুলের সমস্যা বর্ষায় কয়েক গুণ বেড়ে যায়। একে তো বৃষ্টিতে ভিজে চুল স্যাঁতসেঁতে হয়ে যায়। তার ওপর বৃষ্টি না হওয়ার দিনগুলোতেও ভ্যাপসা গরমে ঘামে ভেজে চুল। জলীয় আবহাওয়ার কারণে চুল তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। ব্যস্ততার কারণে পারলারে চুলের পরিচর্যা করার সময় পান না অনেকে। তবে খুব সহজলভ্য উপাদান দিয়ে ঘরোয়া উপায়ে প্যাক তৈরি করলে বর্ষায় চুলের যত্ন সহজে নেওয়া যায়।
দই-মধু-মেথি
পানিতে সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। তারপর তা ব্লেন্ডারে পিষে তার সঙ্গে টক দই ও মধু মিশিয়ে নিন। গোসলের আগে মাথায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।