সম্পর্ক ভালো রাখতে গড়ে তুলুন বিশ্বাস
সুসস্পর্ক ধরে রাখা অনেক কঠিন একটি বিষয়। যেকোনো সম্পর্কের মূল বিষয় হলো বিশ্বাস। বলতে পারেন বিশ্বাস এক ধরনের আঠা যা দুটি মানুষকে একে অপরের সাথে আটকে রাখা। এটিই হলো একটি স্বাস্থ্যকর সম্পর্কের গোপন রহস্য ।
এই বিষয়ে নিচের টিপস গুলো পড়ে দেখুন।
১. সম্পর্কের শুরুতেই চিন্তা ভাবনা করে আগান। খুঁজে বের করুন কেন দুজন এক সাথে থাকতে চান।
২. আপনাদের এক করার কারনটা পেয়ে গেলেই ,এবার ভাবুন কারনটা সঠিক কিনা।
৩. যদি কাউকে ভালোবেসেই থাকেন তবে তাকে অবশ্যই সম্মান করতে শিখুন। সম্মান যত বেশি হবে ভালোবাসাটাও বেশি হবে। ফলাফল একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে।
৪. দুজনে বসে বের করে ফেলুন কার কোন আচারনটা খারাপ। চেষ্টা করুন সেই আচারনগুলো না করতে। এটি দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য।
৫. মনে রাখবেন সিনেমায় দেখানো ভালোবাসা এবং বাস্তবের ভালোবাসা এক নয়। সব সময় বাস্তসম্মত আশা রাখবেন এক অপরের কাছ থেকে। আপনাকে জানতে হবে বাস্তবে ভালোবাসা মানে সম্মান,বিশ্বাস ও মত প্রকাশের স্বাধীনতা।
৬. অবশ্যই একজন অন্য জনের পরিবার নিয়ে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকুন।
৭. নিজের মনের কথা খুলে বলুন। সঙ্গীকে খুলে বলুন আপনার মনের কথা। নিজের মনের কথা খুলে বলতে না পারলে ভবিষ্যতে অসুবিধায় পরবেন।
৮. একান্ত নিজের মত করে কেউ সময় কাটাতে চাইলে, সঙ্গীকে সেই জায়গাটুকু দিন।
৯. সময়ের সাথে মানুষ একটু পরিবর্তন হতেই পাবে। ভয় পাবেন না সেই পরিবর্তনটুকু মেনে নিন।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- সঙ্গীর সাথে সুসম্পর্ক