শিশুর জন্য রেইনকোট কেনার আগে যে বিষয়গুলো মনে রাখবেন

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১০:১৩

রেইনকোট বা বর্ষাতিতেও ইদানীং বেশ বৈচিত্র্য দেখা যাচ্ছে। ছোটদের বর্ষাতিতে দেখা যাচ্ছে মজার মজার সব কার্টুন চরিত্র। ব্যাটম্যান, স্পাইডারম্যান, ডোরেমন, মিকি মাউস, সিনড্রেলা, এলসা, ডোরা, প-পেট্রল—কে নেই। কোনোটায় আবার প্রকৃতির আবহ: ঘাস, ফুল, লতাপাতা, ফড়িং। তবে শুধু এসবে ভুললেই চলবে না, শিশুর বর্ষাতি নির্বাচন করতে হবে এমন, যেন সেটি পরতে আরামদায়ক এবং সহজে ভাঁজ করে স্কুল ব্যাগে দেওয়া যায়।


আকার বুঝে কিনুন


শিশুর বয়স এবং আকার বুঝে বর্ষাতি কিনতে হবে। একটু এদিক–ওদিক হলেই পানি ঢোকার আশঙ্কা থাকে। দৈর্ঘ্যটা বিশেষভাবে বিবেচ্য। চেইন ও বোতাম দুই ধরনই পাওয়া যায়। সুবিধামতো নির্বাচন করুন। মাথা ঢাকার জন্য যুক্ত করা থাকে হুডি। হুডির অংশটি সঠিকভাবে লাগছে কি না দেখে নিন। কারণ, মাথায় পানি লাগলেই নানা রকম অসুখ দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও