ঘাম রোধে ঘামরোধী প্রসাধনী
ফিনান্সিয়াল এক্সপ্রেস
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১৪:১১
কখনও কী ভেবেছেন স্তনের ভাঁজের ঘামও শরীরে দুর্গন্ধ হওয়ার কারণ হতে পারে?
যদি এই বিষয়টা মাথায় আসে তবে জেনে রাখুন শুধু বাহুমূল বা বগলে নয় বরং হাঁটু ও কনুইয়ের ভাঁজে আর স্তনের নিচের ঘাম কমাতেও ‘অ্যান্টিপার্সপারেন্ট’ বা ঘামরোধী রোলঅন ব্যবহার করা যায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
আর সেটা সম্পূর্ণ নিরাপদ।
মায়ামি’র বোর্ড স্বীকৃত ত্বক বিশেষজ্ঞ হেদার উলেরি-এললয়েড বলছেন, “এই প্রসাধনীগুলো একদম নিরাপদ। ‘ডিওডোরেন্ট স্প্রে’ও ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, শরীরের যে কোনো স্থানে।”
- ট্যাগ:
- লাইফ
- ঘাম
- ঘামের দুর্গন্ধ
- ঘামের দাগ
- ঘাম প্রতিরোধ