১৩ বছরে বিদেশ গেছেন ৭৩ লাখ কর্মী
করোনাকালে সৌদি প্রবাসী সাত্তার মিয়া চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছিলেন। দেশে ফিরেও খুব একটা স্বস্তির মধ্যে দিন কাটেনি তার। ঋণের বোঝা নিয়ে কোনমতে সংসার চলছিল। তারপর আবারও কাজের উদ্দেশ্যে চলে গেছেন সৌদি আরব। আশা করছেন— এবার তার আর্থিক অবস্থা ঘুরে দাঁড়াবে। গত মাসে তিনি বাড়িতে টাকা পাঠিয়েছেন। সেই টাকার কিছু অংশ দিয়ে ঋণের কিস্তি শোধ করেছেন তার স্ত্রী। এভাবে চললে ভাগ্য সহায় হবে বলে মনে করেন সাত্তার।
সরকারি তথ্য অনুযায়ী, করোনাকালে প্রায় এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন দেশ থেকে কাজ হারিয়ে ফিরে এসেছেন প্রায় ৫ লাখ কর্মী। তবে তাদের মধ্যে কতজন আবারও বিদেশ গেছেন তার তথ্য নেই কারও কাছে। ২০২০ সালের এপ্রিল, মে ও জুন মাসে কোনও কর্মী বিদেশ যেতে পারেনি। তাছাড়া পরবর্তী সময় ডিসেম্বর পর্যন্ত কর্মী গেছেন ৩৬ হাজার ৪৫১ জন।